পাটকেলঘাটায় আরো ৩ জনের করোনা সনাক্ত: বাড়ী লকডাউন

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ও তালায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস(কোভিড-১৯) পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা সনাক্ত ব্যক্তিরা হলেন, শ্যামনগর থানার(পাটকেলঘাটায় বসবাসরত এনজিও  কর্মী) ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো: ফারুক আহম্মেদ(৩৪)। তিনি থানার যুগীপুকুরিয়া গ্রামের(হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজের বিপরীতে) আতিয়ার রহমানের পুত্র নায়েব শহিদুল ইসলামের বাড়ীতে বর্তমানে ভাড়াটিয়া হিসেবে আছেন। অপর দুইজন হলেন, পাটকেলঘাটা থানা সদরের মৃত ছবেদ আলীর পুত্র মো: নেছার আলী(৭৩) ও তালা থানার নাংলা গ্রামের এছের মোড়লের পুত্র আব্দুল হাই(৫০)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পাটকেলঘাটা থানা ও তালা থানা পুলিশের কুইক রেস্পন্স টিম করোনা সনাক্তদ্বয়ের বাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করেন। এ সময় থানা পুলিশের সদস্যগণ এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স