পাটকেলঘাটার নগরঘাটায় সঞ্জয়ের করোনা জয়: লকডাউন প্রত্যাহার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ | আপডেট: ১:২৮:অপরাহ্ণ, মে ২৩, ২০২০

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত সঞ্জয় সরকারসহ লকডাউনভূক্ত সকল পরিবার সুস্থ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার(২৩ মে) করোনা রোগী সঞ্জয় সরকার পরপর তিনবার পরীক্ষায় করোনাভাইরাস(কোভিট-১৯) নেগেটিভ হওয়ায় উক্ত এলাকার লকডাউন উঠিয়ে নেওয়া হয়।

২৩ মে সকাল ১১টায় করোনা জয়ী সঞ্জয় সরকারকে ফুল দিয়ে বরন করেন, সাতক্ষীরা-১(তালা-কলোরোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাজিব। এসময় পাটকেলঘাটা থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সঞ্জয় সরকারের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। ৩০ এপ্রিল সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ইউনিট থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। পরবর্তীতে প্রশাসনের সাথে সমন্বয় করে তার বাড়িসহ সংস্পর্শে আসা সকলের বাড়ি লকডাউন করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স