পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের আলোচিত মাদক সম্রাট বোধন আটক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২ | আপডেট: ৩:২০:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২
ছবি: পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের আলোচিত মাদক সম্রাট গৌতম সরকার ওরফে বোধন(৪২)। ছবিটি ফেসবুক থেকে নেওয়া।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের আলোচিত মাদক সম্রাট গৌতম সরকার ওরফে বোধন(৪২) কে আটক করেছে পুলিশ। গৌতম সরকার খলিষখালী গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।
 
রবিবার রাতে তাঁকে খলিষখালীর পোদ্দার পাড়া এলাকা থেকে স্থানীয় ক্যাম্প ইনচার্জ(এস. আই) নুর হোসেন খান আটক করেন। 
 
 এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি ।
 
স্থানীয়রা জানায়, গৌতম সরকার(বোধন) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এছাড়া এলাকার উঠতি বয়সী  যুবকদের মাদক সেবনের প্রবনতা দিন দিন বেড়ে চলেছে বলে তারা অভিযোগ করেন। মদকসেবন সহ বিক্রি রোধে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স