পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সোমবার সকালে পৌর সদরের নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে ইসলামী ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, চক্ষু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মাসুম রেজা। উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, জুনিয়র ইউনিট অফিসার আব্দুল করিম, মাহফুজুর রহমান ও রূপালী সরদার। চক্ষু শিবিরে এলাকার ১শ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা