পরিচ্ছন্নতার মাধ্যমে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসূচী বাস্তবায়ন করতে হবে: জেলা প্রশাসক মোস্তফা কামাল

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

এম,এ,মান্নান:
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে এমাসের মধ্যে তালা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ময়লা ফেলার জন্য ঝুড়ি বিতরন করা হবে। তিনি বলেন, গ্রাম ও শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি শিশু শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি আহবান রেখে বলেন, জিপিএ-৫ পাওয়ার জন্য আপনার সন্তানদের মানষিক চাপ দেবেননা। জিপিএ-৫ পাওয়ার চেয়ে সন্তানদের শিক্ষিত ও সুনাহরিক হিসেবে গড়ে তোলা অধিক জরুরী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে তালার শিশুতীর্থ কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন শেষে স্কুল চত্বরে অনুষ্ঠিত ঝুড়ি বিতরন’র উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
“ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা” কর্মসূচী তালা উপজেলায় বাস্তবায়নের লক্ষ্যে শিশু তীর্থ’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। অধ্যাপক রেজাউল করিম’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সহকারী কমিশনার মো. নুরুল আমিন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সতাক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন শিশুতীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। পরে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষ্যে “তারুণ্যের ভাবনা” শীর্ষক সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল। এ সময় অন্যান্যের মধ্যে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সহকারী কমিশনার মো. নুরুল আমিন, তালা থানার ওসি মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক রেজাউল করিম ও প্রভাষক প্রনব ঘোষ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন সহ মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কালাম কলেজের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক তালা উপজেলার বিভিন্ন স্থানে আরো একাধিক কর্মসূচীতে অংশগ্রহ করেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/তালা(সাতক্ষীরা)


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক