ধর্মিয় সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বাগেরহাটে শুভ বড়দিন পালিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ | আপডেট: ৭:০২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

ধর্মিয় সম্প্রীতি প্রার্থনার ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে বাগেরহাটে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় গীজাগুলোতে ধর্মীয় রীতি অনুযায়ী শুরু হয় ঘণ্টা বাজানো। এর সঙ্গে সঙ্গে গীর্জা এলাকায় জড়ো হওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীরা গীর্জায় ঢুকতে শুরু করেন। এরপর শুরু হয় বিশেষ প্রার্থনাসহ নানা আচার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই উদযাপন করা হচ্ছে শুভ বড়দিন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী।

 

মোংলার শেহলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীর্জাসহ অনন্ত ৪৩টি চার্চে একসঙ্গে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ এ প্রার্থনা। এছাড়া শুক্রবার সকাল থেকে শেহলাবুনিয়া, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়ি-ঘরগুলোতে আলোকসজ্জা করা হয়। গীর্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আর্বিভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। বড়দিনকে ঘিরে গীর্জাগুলোর আশপাশে বসেছে মেলা।

 

এদিকে বড়দিন উপলক্ষে সকল গীর্জা ও খ্রিস্টান পল্লীগুলোতে পুলিশের রয়েছে বাড়তি নজরদারী।

 

শুরুতেই যিশু খ্রিষ্টকে স্মরণ ও করোনা ভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় দেশ এবং জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেহলাবুনিয়া গীর্জার (সাধু পল ক্যাথলিক মণ্ডলী) পালক পুরোহিত ফাদার দানিয়েল মণ্ডল। প্রার্থনা করা হয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও।

 


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা