তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক পুত্র আদনানকে অভিনন্দন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ | আপডেট: ৬:১০:অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির পুত্র আল ইমরান আদনান কমিশন পেয়ে লেফটেন্যান্ট হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমী ভাটিয়ারী চট্টগ্রাম এ রাষ্ট্রপতি কুজকাওয়াজ ২০২০ এর এক অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি।
 
আদনান ২০১৭ সালে আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে ৭৮ লংকোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে। দীর্ঘ তিন বছর প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার(১৮ জুন) কমিশনপ্রাপ্ত হয়ে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়। শিক্ষা জীবনে আদনান নার্সারি সাতক্ষীরা আসমানি শিশু নিকেতন, কেজি ১ ও ২ ধানমন্ডি জুনিয়র ল্যাবরেটরি স্কুল, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ৭ম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। এ সময় সে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
 
এদিকে আদনানের এ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, মো. নূর ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মো. খলিলুর রহমান, আছাদুজ্জামান রাজু, সুমন রায় গনেশ, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, কামরুজ্জামান মিঠু, কাজী লিয়াকত হোসেন, এস.কে রায়হানসহ তালা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা