তালা উপজেলা আ’লীগের কাউন্সিল: সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী মাঠে

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ | আপডেট: ১১:০৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

ডেক্স রিপোর্ট:
তালা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে আওয়ামীলীগ নেতা কর্মিরা নড়ে চড়ে বসতে শুরু করেছে। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা আওয়ামীলীগ নেতাকর্মিরা পছন্দের নেতাকে নির্বাচন করতে জল্পনা কল্পনা করে চলেছে। উপজেলার হাটবাজার শহর বিভিন্ন অফিস আদালতে চলছে কাউন্সিলকে ঘিরে আলাপ আলোচনা। কে হচ্ছেন তালা উপজেলা আওয়ামীলীগের কান্ডারি। ইতোমধ্যে অনেক প্রার্থীর গুনগান গেয়ে ফেইসবুকে স্টাটার্চ পাঠানো হচ্ছে। চায়ের দোকান হোটেল রেষ্টুরেন্টে কর্মি সামর্থকরা বর্তমান ও অতীতের প্রার্থীর গুনগান ভুলত্রুটি তুলে ধরে সমালোচনা করে চলেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আগামী ৮ডিসেম্বর তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে তালা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। সস্মেলনে সভাপতি প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহীদ পরিবারের সন্তান শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম ও জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা এমএম ফজলুল হক। সাধারন সম্পাদক হিসাবে বর্তমান সাধারন সম্পাদক তালার তৃণমুল আওয়ামীলীগের জনপ্রিয় নেতা তালা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন,তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাংবাদিক মীর জাকির হোসেন, সাবেক ছাত্র নেতা তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে দেশব্যাপি নেতাকর্মিদের মাঝে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় তালায় নেতাকর্মিদের মাঝে জল্পনা কল্পনার কমতি নেই। কাউন্সিলে প্রার্থী হতে প্রার্থীরা গনসংযোগ করে কাউন্সিলরদের মন আকর্ষনের চেষ্ঠা করছে। প্রার্থী হতে নিজেদের অতীত কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে কর্মি সামর্থকদের মাঝে। সভাপতি সম্পাদক প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামে পাড়ায় মহল্লায় মতবিনিময় গনসংযোগ অব্যাহত রেখে চলেছেন। অনেক প্রার্থী হাই কমান্ডের নেতাদের দারস্ত হচ্ছেন বলেও শোনা যাচ্ছে। আগামী ৮ই ডিসেম্বর কাউন্সিলরদের মতামত না সমঝোতার ভিত্তিতে সভাপতি সম্পাদক নির্বাচিত হবেন সেটা জানতে দিন গুনছে তালার আওয়ামীলীগ নেতাকর্মী ও সামর্থকরা।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক