তালায় ৭শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৯:০৩:অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
২০১৯-২০২০ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তালা উপজেলার ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েেেছ। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বীজ ও সার বিতরন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপসহকারী উদ্বিধ সংরক্ষন অফিসার আবু জাফর’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. আমজাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ২শত ভুট্টা চাষীকে ২ কেজি করে বীজ এবং ৫শত সরিসা চাষীকে ১ কেজি করে বীজ দেয়া হয়। এছাড়া উপকারভোগী উক্ত ৭শ’ কৃষকের প্রত্যেকের মাঝে ২০ কজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক