তালায় সল্ট ও লাইট চার্চের উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯ | আপডেট: ৯:৫৮:অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
যিশু খ্রীষ্টের বাণী প্রচার ও খ্রীষ্টান ধর্মে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে সল্ট ও লাইট চার্চ অব বাংলাদেশ’র উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডিজিষ্টার ম্যানেজমেন্ট ফউন্ডেশন’র সার্বিক সহযোগীতায় এবং আমেরিকার খ্রীষ্টান মিশনারী সংস্থা সল্ট এন্ড লাইট মিনিষ্ট্রি’র অর্থায়নে অত্র সংস্থা পরিচালিত হবে।
চার্চের উদ্বোধনী উপলক্ষ্যে এক অনুষ্ঠান বিশিষ্ট রাজনীতিক দেবাশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম. আজিজুর রহমান রাজু। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য মোকাম আলী, মঞ্জুয়ারা খালেক, সমাজ সেবক মো. জামাল গাজী, পাষ্টর রঘুনাথ সরকার, রনজিৎ সরকার, ডিজিষ্টার ম্যানেজমেন্ট ফউন্ডেশন’র পরিচালক আশীষ সরকার ও কার্য্য নির্বাহী সদস্য প্রশান্ত সরকার পরশ, সংশ্লিষ্ট চার্চের পাষ্টর শ্যামল সরকার ও দেবাশীষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক