তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২ | আপডেট: ৬:৩২:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২

“নিরাপদ মাছে ভরবোদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে তালা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে রবিবার (২৪ জুলাই) সকালে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ ওবায়দুল হক প্রমুখ। পরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা