তালায় মুজিব বর্ষ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ১১:৪০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
“বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস চন্দ্র দাস প্রমুখ। পরে কলেজ ও স্কুল পর্যায়ে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক