তালায় মাল্টিস্টেকহোল্ডার কোঅর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
তালা উত্তরণ আইডিআরটিতে মাল্টিস্টেকহোল্ডার কোঅর্ডিনেশন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

রবিবার (২৯ আগষ্ট) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে মাল্টিস্টেকহোল্ডার কোঅর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে New Area WASh SDG-WAI  SP Bangladesh প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

এ সময় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, তালা হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহরিয়ার আল মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ নগরঘাটা, জালালপুর ও খলিষখালী ইউনিয়নের ইউপি সচিব, ইউপিসদস্যবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, ঈমাম , পুরোহিত, ফেডারেশনের সভানেত্রীসহ পানি,স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি,স্যানিটেশন, হাইজিন,মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা