তালায় ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ৬:২২:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় ১৮ বছরের নিচে শিশুর কাছে সিগারেট বিক্রির অপরাধে ও নিষিদ্ধ গাইড বই বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
শনিবার সকালে তালা বাজার পাল সুপার মার্কেট ও হাইস্কুল রোডে অরুনা বুক ডিপু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা গেছে, ১৮ বছরের নিচে শিশুর কাছে সিগারেট বিক্রির অপরাধে পাল সুপার মার্কেটে একটি মুদিখানা দোকানে মালিককে ৫ হাজার ও নিষিদ্ধ গাইড বই বিক্রির অভিযোগে অরুনা বুক ডিপুকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ ইকবল হোসেন জানান,চলমান এ কার্যক্রম অব্যহত থাকবে এবং তালা সদর সহ বিভিন্ন এলাকায় এসবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক