তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মননা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯ | আপডেট: ৭:৫১:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে  ৯ ডিসেম্বর (সোমবার) সকালে তালা উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপ-শহরে র‌্যালী ও মাননববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিতে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা প্রমুখ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমে জীবন শুরু করায় উপজেলার আলাদীপুর গ্রামের হোসনেয়ারা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখায় ঘোনা গ্রামের আরিফুন নাহার, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল হওয়া তালা মহল্লাপাড়ার রোজিনা বেগম, অর্থনৈতিক সফলতা অর্জনে নলতা গ্রামের শাহিদা বেগম ও সফল জননী নারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত তেঁতুলিয়া গ্রামের নাজনীন আক্তার পাঁপড়ীকে জয়িতার সম্মাননা দেওয়া হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক