তালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার নওয়াপড়ায় বাজার এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল মুখার্জী অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি বাস। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন। সকাল ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা