তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৪:৪১:অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তালা বি,দে সরকারি স্কুলের পুরাতন মাঠে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ সদর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৯০ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এ সময় উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ্বত, উত্তরণের ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন অফিসার ইসরাত জাহান নওশীন, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, সোস্যাল সেক্টর ট্রেইনার মোছাঃ খালেদা আক্তার, উত্তরণের মির্জা মনিরুল ইসলাম, মোঃ আফজাল হোসেনসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। তালা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হবে। এর মধ্যে এ পর্যন্ত ৩০০ পরিবারের মাঝে উক্ত সহায়তা প্রদান করা হয়েছে বরে উত্তরণ কর্মকর্তরা জানান।

 

এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।

 

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, তিনি উত্তরণসহ বিভিন্ন এনজিও’র কাজে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে তিনি এলাকার বিপুল সংখ্যক মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বে-সরকারি সংস্থা উত্তরণ-কে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা