তালায় পানি কমিটি ও শালতা রিভার বেসিন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে তালা উপজেলা পানি কমিটির বার্ষিক সাধারণ সভা ও শালতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। পানি কমিটির সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পানি কমিটি নেতা প্রভাষক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, আশরাফ আলী, শেখ শওকত হোসেন, উত্তরণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পশ্চিম শালতা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, পশ্চিম শালতা কমিটির সেক্রটারী বিষ্ণু পদ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, ধীরেন্দ্র নাথ সরদার, শেখ আব্দুর রাজ্জাক, অরুন চন্দ্র ঘোষ, গুলশান আরা, গাজী জাহিদুর রহমান, মজিবর রহমান খান, মোঃ রফিকুল ইসলাম, জি এম শহিদুল্লাহ, এবাদুল গাজী, শিবপদ মল্লিক, শংকর সরদার, অসিম সরকার, পংকজ মন্ডল, প্রীতিশ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক সভা পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা। সভায় শালতা নদীর প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন নিয়ে একটি মণিটরিং কমিটি গঠণ করার সিদ্ধান্ত হয়।
এছাড়া উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে, শালতা নদীর প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু ও কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপন সম্পন্ন হওয়ার বিষয়টি উত্থাপনের মাধ্যমে পানি কমিটির আন্দোলন সফল হয়েছে বলে জানান। তাছাড়া পানি কমিটির আয়োজনে উক্ত সভাতে শালতা নদীর পুনর্জীবনে সরকারের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন চলমান থাকায় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শালতাসহ শিবসা নদীর অববাহিকায় টিআরএমকে যুক্ত করার জন্য সভা থেকে চীফ ইঞ্জিনিয়ার বরাবর এখনই দরখাস্ত প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক