তালায় পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ: ট্রাক ড্রাইভার সহ প্রান গেল ৮টি গরুর

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী পরিবহন ও ট্রাকের মুুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও ৮টি গরুর প্রান হানির খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছে আরো ৭ জন। নিহতের নাম শাহিনুর ইসলাম। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা।
 
শনিবার(১৩ আগষ্ট) সন্ধ্যায় মহাসড়কের শুভাশুনি এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি গরু বোঝায় ট্রাক যশোরের দিকে যাচ্ছিল, একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের সাথে মুুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময়  ট্রাক খাদে পড়ে ৬/৭জন আহত হয়। একই সময় ঘটনাস্থলেই মারা যায় ৮টি  গরু।
 
ট্রাক চালককে আশংঙ্খাজনক অবস্থায় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
 
চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, নিহত ট্রাক ড্রাইভার শাহিনের লাশ বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে বাকী আহতরা কোথায় চিকিৎসাধীন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স