তালায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন, নারী সমাবেশ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় মানববন্ধন, নারী সমাবেশ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেরা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা মহিলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক