তালায় দলিত’র স্কুল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ | আপডেট: ১:১৯:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এম,এ,মান্নান, তালা:
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য কাজ করছে বেসরকারি সংস্থা দলিত। সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় তালা ও পাইকগাছা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠি অধ্যুষিত এলাকায় এজন্য বিশেষ স্কুল স্থাপিত করা হয়েছে। স্কুলগুলোর ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দদের অংশগ্রহনে বার্ষিক সমন্বয় সভা সোমবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আয়োজন করা হয়।
দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মিসেস ধরা দেবী দাশ। প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস। দলিত’র প্রকল্প সমন্বয়কারী নেপাল দাশ’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির নেতা ফুলচাঁদ দাশ, জগলুল হায়দার ও ঝন্টু সাধুখা প্রমুখ বক্তৃতা করেন। সভায় তালা ও পাইকগাছা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক