তালায় ডেঙ্গু নিধন অভিযানের অংশ হিসেবে পরিস্কার পরিছন্নতা অভিযান

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
ডেঙ্গু আতঙ্কে সাতক্ষীরা তালা উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা পরিদষদ, তালা থানা,শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, অফিস আদালত ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান অভিযান চালিয়েছে। শনিবার (৩রা আগষ্ট) সকালে অভিযান পরিচালনা করা হয়।

তালা মহিলা ডিগ্রী কলেজে : এক ঘন্টা পরিস্কার পরিছন্ন অভিযানে তালা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাশেম,উপাধাক্ষ্য শফিকুল ইসলাম,সহকারী অধ্যপক আবু হাসান,সাইফুল ইসলাম,অরুন কুমার সরকার,প্রভাষক জাহিদুল ইসলাম,শহিদুল ইসলাম ও সতুপা রাহা প্রমুখ।

শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়: উপজেলার শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হক মোড়লের নেতৃত্বে পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম,শিক্ষক সুজিৎ কুমার সরকার,মেহেদেী হাসান, দাশ নিরঞ্জন কুমার,আব্দুল হালিম মোড়ল,শচীন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

তালা সদর ইউনিয়ন পরিষদ :তালা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে ডেঙ্গু নিধন অভিযানে ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ গ্রহন করেন ইউপি সচীব রেহেনা পারভীন ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,অকেল খাঁ,মফিজুল ইসলাম অরুন কুমার ঘোষ,ও যুবলীগের নেতা কামরুল ইসলামসহ গ্রাম পুলিশরা অংশগ্রহন করেন।

তালা থানার : ডেঙ্গু নিধন অভিযানের অংশ হিসেবে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে থানা চত্বরে পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালিত হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক