তালায় জেলা পরিষদের সম্পর্ত্তি জবর দখল : উদ্ধর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এম,এ,মান্নান, তালা:
তালা উপজেলায় জেলা পরিষদের সম্পর্ত্তি (পুকুরটি) জবর দখল হতে বসেছে । এবিষয় নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ।
প্রকাশ,তালা উপজেলার সদর অবস্থিত জেলা পরিষদের অন্তভুক্ত পুকুরটি যাহার দাগ নং-১২৯ ও খতিয়ান নং-২ মৌজা-তালা । দীর্ঘদিন যাবৎ ওই পুকুরটিতে স্থানীয় এলাকাবাসী গোসল করত । কিন্তু বেশ কিছুদিন আগে স্থানীয় প্রভাবশালী ও অপরিকল্পিত ভাবে দোকান নির্মাণ করে পুকুরটি দখল সহ ময়লা,আর্বজনা,দোকানের নোংরা জিনিস পত্র,গরু-ছাগলের মলমুত্র সহ মানুষের মলমুত্র ফেলছে । যাহা পরিবেশের জন্য অনেক ক্ষতি কারক ।
স্থানীয় বাসিন্দারা জানান,আমরা একসময় এই পুকুরে গোসল করতাম কিন্তু এখন তো গোসল করা তো দুরের কথা,পচাঁ দুরগন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না ।আমাদের তালা বাজারটি অনেক ছোট বাজার । এই পুকুরটি যদি দখল মুক্ত করে একটি মার্কেট করা যায় তাহলে তালা উপ শহরটি আরও উন্নতি হতো । আমরা উদ্ধর্তন কতৃপক্ষের কাছে দাবি করছি অতিদ্রত পুকুরটি দখল মুক্ত করে একটি মার্কেট নির্মান করা হোক ।
জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন জানান,আমি জেলা পরিষদের সদস্য হিসাবে তালা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ করতে চাই । জেলা পরিষদের ওই জায়গাটি পরিকল্পিত ভাবে ও পরিবেশ সম্মত একটি মার্কেট করতে চাই । এজন্য আমি তালা বাজারের সকল ব্যাবসায়ী বৃন্দ সহ সুশিল সমাজের সহযোগিতা কামনা করছি ।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক