তালায় জাল দলিলের জমি রেজেষ্ট্রি করার সময় ২ প্রতারক আটক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ৯:৫৭:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরা তালায় জাল দলিলের জমি রেজেষ্ট্রি করার চেষ্টা করায় ইসলাকাটি রেজেষ্ট্রি অফিস থেকে ২ প্রতারককে আটক হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, গোনালী গ্রামের মৃত সন্তোষ রজকের ছেলে সুভাষ রজক( ৪৫) ও মৃহ রহমান গাজীর ছেলে শাহজাহান গাজী (৪২)। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তালার ইসলামকাটি ভূমি রেজেষ্ট্রি অফিসে গোনালী মৌজার একটি পেরী ফেরি খাসের ৫ শতাংশ জমি রেজেষ্ট্রি করতে গেলে, সাব-রেজিষ্টার সন্দেহ হলে চ্যালেঞ্জ করে। এ সময় দাতা- গ্রহিতা জমি রেজেষ্ট্রি করার জন্য সাব-রেজিষ্টারকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। পরে পুলিশ কে খবর দিলে জালিয়াতি কাগজ-পত্রসহ ২ প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে।
তালা থানা ওসি মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক