তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ। উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার,অর্থ-সম্পাদক এমএ ফয়সাল,তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান,সাংবাদিক আছাদুরজ্জামান রাজু, সেকেন্দার আবু জাফর বাবুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল ঘোষ জানান, ১৭ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হবে। কর্মসূচীর অংশ হিসেবে প্রচার মাইকিং,ব্যানার ফেস্টুন,র‌্যালী,পোনা অবমুক্তকরণ,আলোচনা সভা মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন,ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগীতা ও প্রামান্যচিত্র প্রদর্শন হাট-বাজার জনবহুলস্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্বকরণ সভা ও ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শন ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মূল্যায়নে সফল শ্রেষ্ট মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক