তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা- প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে তালায় জাতীয় কন্যা শিশু দিবস-১৯ পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং বেসরকারি সংস্থা দলিত’র লেটারেসি প্রকল্পের সহযোগীতায় দিবসটি পালিত হয়।
সোমবার সকালে জাতীয় কন্যা শিশু দিবস সফল ভাবে পালনে একটি শোভাযাত্রা তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাপড়ি।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক ধরা দেবী দাশ, প্রকল্প অফিসার নেপাল চন্দ্র দাশ, চিন্তা রানী এবং স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক