তালায় চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২, সংরক্ষিত সদস্য ১৩৫ জনের মনোনয়ন জমা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দেন খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, গোলাম রসুল গাজী (স্বসন্ত্র), দেবব্রত রায় (স্বতন্ত্র), তালা সদর ইউনিয়নের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সরদার জাকির হোসেন, খলিশখালি ইউনিয়নের মোজাফ্ফর হোসেন, তেতুলিয়া ইউনিয়নের এস এম আবুল কালাম আজাদ, ইসলামকাটী ইউনিয়নে শেখ আব্দুল আজিজ (স্বতন্ত্র), সরুলিয়ার আব্দুল হাই (স্বতন্ত্র), রাশেদুল হক রাজু (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ইউপি সদস্য জিয়াউর রহমান, প্রকাশ দালাল, মীর কল্লোল, লিয়াকত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান মনোনয়ন জমা দেন । এসময় দলীয় মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরোল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। এপর্যন্ত ১১টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার, ৮শ ২৪ জন ভোটার রয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা