তালায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ | আপডেট: ৯:৪৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
ইউনিয়ন পরিষদ’র সদস্যদের (ইউপি মেম্বর) গ্রাম আদালত পরিচালনায় অধিকতর দক্ষ করা সহ গ্রাম আদালত সক্রীয়করণ করার লক্ষ্যে তালায় গ্রাম আদালত বিষয়ক ৬দিনের রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তালা উপজেলা প্রশাসন’র আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ’র বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্প’র আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন প্রশিক্ষণ কোর্সে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ৬দিন ব্যপী প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি), সাতক্ষীরা- মো. হুসাইন শওকত।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ইউনিয় পরিষদ নির্বাচিত সদস্যদের গ্রাম আদালত পরিচালনা এবং আইনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, সাতক্ষীরা জর্জ আদালতের সিনিয়র সহকারী জর্জ ও জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার।

এরআগে ৬ কর্ম দিবসের প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন। গত ২৩ নভেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষনে ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম আদালত সহকারীগণ অংশগ্রহন করেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক