তালায় ক্যান্সার আক্রান্ত কল্যাণী সরকার বাঁচতে চায়

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মো: মুজিবর রহমান:
সাতক্ষীরার তালায় ক্যান্সার আক্রান্ত স্বামী পরিত্যক্তা কল্যাণী সরকার(৫২) বাঁচতে চায়! তিনি তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের নিমাই সরকারের মেয়ে। দিনমজুর কল্যাণী সরকার প্রায় ৩০ বছর যাবত বাবার বাড়িতে বসবাস করে। সম্প্রতি তার জরায়ুতে ক্যান্সার রোগ সনাক্ত করে চিকিৎসকরা। বর্তমানে কোলকাতার ঠাকুর পুকুর এলাকার সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার কেমোসহ চিকিৎসা নিচ্ছেন তিনি। ইতিমধ্যে সর্বস্ব বিক্রি করে দিনমজুর কল্যাণী প্রায় ৩ লক্ষ টাকা চিকিৎসার জন্য ব্যয় করেছেন। এখনও তার চিকিৎসার জন্য ৪ থেকে ৫ লক্ষ টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু তার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এজন্য তিনি হিসাব নং- ০১০০১৪৮৫৮৪৮২১, জনতা ব্যাংক, তালা শাখা, সাতক্ষীরা কিংবা ০১৭৫৯-২৮৯৮৭০ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক