তালায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

এম এ মান্নান তালা:
পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি- প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে তালায় কমিউনিটি পুলিশিং ডে-১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তালা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালীটি উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তালা থানা চত্বরে এক আলোচনা সভা তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম, তালা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. মইনুল ইসলাম ও তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালা থানার ওসি (তদন্ত) শেখ সেকেন্দার আলী’র পরিচালনায় সভায় মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, দেবাশিষ মূখার্জ্জী ও ইউপি সদস্য মইনুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এসময় কমিউনিটি পুলিশিং ফোরাম’র সদস্যসহ গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ দিবসটি উপলক্ষ্যে একটি কেক কাটেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক