তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ | আপডেট: ৯:১১:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এম,এ,মান্নান, তালা:
তালা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংশ্লিষ্ট সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় অন্যান্যের মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সরদার রফিকুল ইসলাম, সরদার জাকির হোসেন, অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, গনেশ দেবনাথ, মো. মোজাফ্ফর রহমান, প্রভাষক রাজিব হোসেন রাজু, এম. মফিদুল হক লিটু, এস. এম. আজিজুর রহমান রাজু, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান প্রমুখ বক্তৃতা করে। সভায়- তালা উপজেলা থেকে মাদক নির্মূল, মাদক ব্যবসায়ীদের কঠোর সাজা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, বাল্য বিবাহ রোধ, জলাবদ্ধতা দূরীকরনে নদী ও খাল থেকে নেট পাটা অপসারন, ডেঙ্গু প্রতিরোধে আরো সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড চালানো এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ুসমুন্নত রাখার উপর বিশদ আলোচনা হয়।
পরে একইস্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় সরকারি প্রকল্প গ্রহন ও বাস্তবায়নের উপর একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক