তালায় নারী শিশু উন্নয়ন পরিস্থিতি বিশ্লেষণ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

এম এ মান্নান, তালা(সাতক্ষীরা):
জেলা প্রশাসন সাতক্ষীরা ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় তালা উপজেলা তেতুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পর্যায়ে নারী শিশু উন্নয়ন পরিস্থিতি বিশ্লেষণ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা সভায় গর্ভকালীন সময় কমপক্ষে চারবার চেকআপ করানো, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের শাল দুধ খাওয়ানো,শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা, সঠিক সময়ে শিশুর পরিচর্যা করা, গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়া, মরণঘাতী এইচ সংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতন মূলক বৈঠক করা,উঠান বৈঠকের মাধ্যমে নারী ও শিশু সম্পর্কে অবহিত করা সহ ১৫টি বিষয়ের উপর আলোচনা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার উপ-পরিচালক( উপসচিব)মোহাম্মদ হুসাইন শওকত, উপজেলা সমন্বয়কারী শ্রাবন্তী আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন ফর ডেভলপমেন্ট প্রোগ্রাম এর জেলা সমন্বয়কারী শেখ ইকবাল হোসেন,ইউনিয়ন সমন্বয়কারী তারক চন্দ্র শীল,বিশিষ্ট সমাজ সেবক ইমদাদুল হক, ইউপি সদস্যা জাকিয়া সুলতানা ইতি, রেশমা বেগম, মোসাম্মৎ জিনজিরা বেগম, ইউপি সদস্য এস এম আলাউদ্দিন, বাবর আলী, আলাল ফকির প্রমূখ সহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক