চুকনগর শিক্ষককে নকল সরবরাহের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড: শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০ | আপডেট: ৭:৪৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগরে নকল সরবরাহের অপরাধে হাফিজুর রহমান নামে এক শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নকল করার অপরাধে ১শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দায়িত্বরত কক্ষ পরিদর্শক চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফিজুর রহমানকে নকল সরবরাহ করার সময় নকল সহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে একজন পরীক্ষার্থী নকল সহ ধরা পড়ায় তাকে বহিষ্কার করা হয়।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক