চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবেসর প্রস্তুতি সভা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ | আপডেট: ১:৩৮:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০
চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে ১৫ আগষ্ট  জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
 
 
শনিবার  বেলা ১১ টার দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এসএম জুলফিকার আলী জুলু। অধ্যাপক হাফিজ মাহামুদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অধ্যাপক তাপস বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাপক সাধনা কর্মকার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক অসীম ভট্টাচার্য, অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, অধ্যাপক আনন্দ সরকার, প্রভাষক নিমাই কৃষ্ণ মল্লিক, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ।
 
 
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদসহ চুকনগরে গণহত্যায় নিহত ১০ সহস্রাধিক শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। 

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা