চুকনগরে শিক্ষার্থীদের শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৫:৩৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে আটলিয়া ইউনিয়নের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ও আটলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত প্রতিযোগীতা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ মন্ডল, আব্দুস সামাদ মোড়ল, সাধনা কর্মকার, তৃপ্তি সরকার, নিলুপা ইয়াসমিন, গাজী আব্দুল কুদ্দুস, শরীফ মোহাম্মদ, আব্দুল গফফার, রুবেল হোসেন, জাকির হোসেন প্রমুখ। প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ২য় স্থান অর্জন করেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়, ৩য় স্থান অর্জন করেন একেবিকে মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করেন চুকনগর ডিগ্রী কলেজ।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক