চুকনগরে পুরুষ অধিকার ফাউন্ডেশনের কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৪:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বিএমআরএফ-গভঃ রেজিঃ-এস১৩০১৬) খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে দেশের এই ক্রান্তিকালে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য দেশে লকডাউন চলাকালীন সময়ে খাদ্য নিরাপত্তার ঝুকিতে থাকা পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, জীবানুনাশক স্প্রে ও জনসাধারণকে সচেতন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

খুলনা বিভিন্ন স্থানে এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাবে চুকনগর ও তার পাশ্ববর্তী কয়েকটি গ্রামে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন খুলনা বিভাগীয় শাখার সভাপতি মোঃ মিনারুল ইসলাম খানের নেতৃত্বে রবিবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়ন সহ সভাপতি শেখ ইমন, সহ সভাপতি সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সম্পাদক ডাঃ জিএম সাদিক, খান আব্দুর রাজ্জাক, কৃষ্ণ বিশ্বাস, মামুন মোড়ল, বিএম আশিকুজ্জামান আশিক, আমিনুর রহমান রাহুল প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক