চলছে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব: কলকাতায় মৃত্যু ১০-১২: বিধ্বস্ত সাতক্ষীরা: মৃত্যু ১

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মে ২০, ২০২০ | আপডেট: ১১:৪৭:অপরাহ্ণ, মে ২০, ২০২০

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আজ বুধবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর মিলছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার মোট ৮০০ কিলোমিটার বেড়িবাধের মধ্যে ২৫০ কিলোমিটার বেড়িবাধের ভয়াবহ অবস্থা। এর মধ্যে ৩৮ টি পয়েন্ট অধিক ঝুকিপূর্ণ বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চিহ্নিত করা রয়েছে। এর মধ্যে আশাশুনির চাটলা, প্রতাপনগর এবং হাজরাকাটি এছাড়া শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুরের বেশ কয়েকটি এলাকা রয়েছে অধিক ঝুকিপূর্ণ। এ বাধগুলো বারবার ভেঙ্গে যায়। কোন রকমভাবে বাধ দিয়ে রাখা হয়েছে। ইতোমধ্যে আশাশুনির প্রতাপনগরে বাঁধ ভেঙ্গে বহু গ্রাম ভেসে গেছে বলে জানা গেছে। যদি পানি বৃদ্ধি পায় ও ঢেউয়ের গতি বৃদ্ধি পায় তাহলে বাকি ঝুকিপূর্ণ বাধগুলো ভেঙ্গে যাবে বলে আশঙ্খা করা হচ্ছে।

তাছাড়া উপকূলীয় এ অঞ্চলের ভেড়িবাধ ৮টি স্থানের ভেঙ্গে গেছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে সুন্দরবন এলাকা সহ সাতক্ষীরার বহু অঞ্চলে কাচা বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। এদিকে সাতক্ষীরা সদরে আম কুড়াতে গিয়ে এক গৃহবধুর মুত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব ১২০ কিলোমিটার গতিবেগে মধ্যরাত পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া বার্তায় জানা গেছে।


আপনার মতামত লিখুন :

সুন্দরবনটাইমস.কম। ডেক্স