ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি গ্রহণ

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, মে ২, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় পাইকগাছা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) রহমত আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ¬ব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ফরিদ হোসেন, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। সভায় উপজেলা প্রশাসনের থেকে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সবধরণের প্রস্তুতি গ্রহণ এবং সার্বক্ষনিক মনিটরিং করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়। যে কোন প্রয়োজনে কন্ট্রোলরুমের ০৪০২৭-৫৬০০১, ০৪০২৭-৫৬০৪২ নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না গড়ইখালী সহ উপজেলার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক