ঘূর্ণিঝড় আম্পান: দেশে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতিসাধন প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২০ | আপডেট: ৬:০৬:অপরাহ্ণ, মে ২১, ২০২০ ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশে এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার অনলাইন প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে দেশের ৪৬ জেলায় এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এসব জমিতে থাকা বিভিন্ন ফসলের ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আমফানঘূর্ণিঝড় আম্পান সংবাদটি ৭০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরায় ৬শত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন শক্তিশালী অর্থনীতির জন্য সিএমএসএমই খাতকে সম্প্রসারিত করার বিকল্প নেই- শিল্পমন্ত্রী