উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ঢাকাস্থ সাতক্ষীরাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২১ | আপডেট: ৫:৩৭:অপরাহ্ণ, মে ২৮, ২০২১
সাতক্ষীরার উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।
 
শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়া্মী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরাম রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মফিজুল ইসলাম অক্ষর, আমরা বন্ধুর সদস্য মাইনুল হাসান প্রমূখ।
 
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরা। ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ফের লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। পান্দিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দুই লক্ষাধিক মানুষ। অবিলম্বে সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে সাতক্ষীরার উপকূলীয় এলাকা সাগরে বিলীন হয়ে যাবে।
 
মানববন্ধনে ঢাকায় বসবাসরত সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স