গ্রাম আদালত জনগনের আস্থার প্রতীক: কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
গ্রাম আদালত আস্থার প্রতীক হিসাবে সমাধৃত হয়েছে সাধারন জনগনের মাঝে। ২০টাকা জমা দিয়ে মামলা দায়ের করে জনসাধারন তাদের বিচার পেয়ে হাসি মুখে বাড়ি ফিরছে।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন পরিষদে আসা বিচার প্রার্থী কুমিরা গ্রামের সন্তোষ পালের পুত্র বাবলু পাল গত কয়েকদিন পূর্বে ২০টাকা জমা দিয়ে একটি লিখিত অভিযোগ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অভিযোগে তিনি জানান, কুমিরা গ্রামের মৃত বিষ্ট পদ গুহের পুত্র প্রিতম গুহের নিকট ৫০হাজার টাকা পান তিনি। পরবর্তীতে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিষ্পত্তি করেন। এ সময় গ্রাম আদালতের সহকারী জাহানারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রাম আদালত সহকারী জাহানারা জানান, ২০১৯ সালে ইউনিয়নে মোট ২৩৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২২৭টি মামলা নিষ্পত্তি হয়। গ্রাম আদলতের মাধ্যমে ছোট খাট বিষয়গুলি নিরসন হওয়ায় ইউনিয়নে মারামারি সহ বিভিন্ন অপরাধ অনেকাংশে কমে গেছে। অল্প সময়ে মামলা নিষ্পত্তি হওয়ায় বিচার প্রার্থীরা খুশি বলে জানান তিনি।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক