কেশবপুরে শিশু একাডেমীর প্রতিযোগীতায় নিরপেক্ষ বিচারকের দাবী চেয়ে ইউএনও’র কাছে স্মারকলিপি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক: কেশবপুর(যশোর):
বাংলাদেশ শিশু একাডেমী যশোরের কেশবপুর শাখা কর্তৃক সংগীতসহ বিভিন্ন প্রতিযোগীতায় নিরপেক্ষ বিচারক নির্বাচনের দাবী চেয়েই ইউএনও’র কাছে গত ৭ জানুয়ারি স্মারক লিপি প্রদান করা হয়েছে। জানা গেছে ,সংগীত প্রতিটা শিশুর সহপাঠ কার্য ক্রমিকেরএকটি অংশ, যাহাশিশুর মেধা, মানষিকও সৃজনশীলতার বিকাশ ঘটায়। কিন্তু লক্ষ্য করা যায় বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক নির্বাচনকৃত বিচারকের মধ্যে কেউ কেউ কোন প্রতিযোগির পিতা, কেউ মাতা আবার কেউ সংগীত শিক্ষক, ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিশুরা ও বিভিন্ন একাডেমি থেকে আগত শিশুরা সঠিক বিচারের অভাবে প্রকৃত মেধা থাকা স্বত্বেও প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছেএমন কি সংগীতজগৎ থেকেও অনেকে বিদায় নিচ্ছে। ফলে এটা বন্ধ হওয়া আবশ্যক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিষয় গুলো বিবেচনা করে সুষ্ঠ ও নিরপেক্ষ বিচারক নির্বাচন করে আসন্ন সংগীতসহ অন্যান্য প্রতিযোগিতা পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্মাারকলিপিতে স্বাক্ষর করেছেন জাসদ কেশবপুরের সভাপতি এ্যাডভোকেট অসীম কুমার ঘোষ, সহকারি অধ্যাপক মোঃআজগর আলী ও প্রভাষক চিত্তরজ্ঞন মন্ডল । কেশবপুরে শিশু একাডেমীর বিভিন্ন প্রতিযোগীতার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন একাধিক অভিভাবকরা।
এব্যাপারে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু জানান, অভিযোগ যেটি আনা হয়েছে সেটা সঠিক নয়।

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক