কেশবপুরে ফ্রি মেডিকেল সেবা ও ঔষধ পেল ৭শতাধিক হতদরিদ্র

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর):
সরকারের স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে যশোরের কেশবপুরে হেল্থ কেয়ার হসপিটাল (প্রাঃ) এর ভ্রাম্যমান হাসপাতাল। এরই ধারাবাহিকতায় উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে ৭ শতাধিক হতদরিদ্র রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সোমবার সকাল ৯ টায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।


সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

হেল্থ কেয়ার হসপিটাল (প্রাঃ) এর সত্ত্বাধিকারী ও বাগেরহাট জেলার সাবেক সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান ছাড়াও দুপুর ২ টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেন ডা. আনোয়ার হোসেন, ডা. গোলাম মুক্তাদির, ডা. জুয়েল, ডা. গাজী খান আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, মেম্বার আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।


এ ব্যাপারে হেল্থ কেয়ার হসপিটাল (প্রাঃ) এর সত্ত্বাধিকারী ডা. জিকেএম শামসুজ্জামান বলেন, এ ক্যাম্পের মাধ্যমে ৭ শতাধিক হতদরিদ্র রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ইতোপূর্বে ত্রিমোহিনী ও সাগরদাঁড়ি ইউনিয়নে হতদরিদ্রদের চিকিৎসা সেবাসহ ফ্রি ওষুধ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪৪ গ্রামে অন্তত: একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। এ ক্যাম্পে ডাক্তার ও ওষুধ ফ্রিরির ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রয়োজনীয় পরীক্ষার ক্ষেত্রে শতকরা ২৫ ভাগ ছাড় দেয়া হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক