কেশবপুরে প্রকাশ্য দিবালোকে মটরসাইকেল চুরি: থানায় জিডি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ | আপডেট: ৪:১৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর (যশোর):
যশোরের কেশবপুরে প্রকাশ্য দিবালোকে একটি ১৫০ সিসির পালসার মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনায় কেশবপুর থানায় জিডি করা হয়েছে যার নং- ১৪।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মটরসাইকেল মালিক মঙ্গলকোট গ্রামের মৃত হাজ্বী ইসমাইল হোসেন সরদারের ছেলে আবদুল জলিল সরদার বলেন, ৩১ জানুয়ারি বিকালে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়ুলী গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যান। এসময় তার নিজ নামীয় পালসার মটরসাইকেলটি (১৫০সিসি, কালো রংয়ের, চেসিস নং- ১৯৪৬১৪১, ইজ্ঞিন নং- ৩৮৮১৬) ওয়াজ মাহফিলের মাঠের সামনে রেখে দেন। ওই সময় দূর্বৃত্তরা মটরসাইকেলের লক তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। পরে মটরসাইকেলটি ঘটনাস্থলে না পেয়ে বিভিন্ন এলাকায় খোঁজাখঁজি করেও কোন সন্ধান পাননি। এঘটনায় তিনি বাদি হয়ে মটরসাইকেল চুরির ঘটনায় কেশবপুর থানায় একটি লিখিতভাবে জিডি করেছেন যার নং- ১৪।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, অভিযোগ পেয়েছি। মটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক