কালিগঞ্জে প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
কালিগঞ্জের পল্লীতে রাফেজা খাতুন (৩৬) এক প্রতিবন্ধীর জমি জোর পূর্বক জবর দখলের পায়তারর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেছেন প্রতিবন্ধীর ভাই শেখ রমজান আলী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অভিযোগ সূত্রে জানাগেছে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের শেখ আব্দুর রশিদের পুত্র শেখ শাহিন আলম (৩০), শেখ জাহাঙ্গীর হোসেন (৩৫), তাদের নেতৃত্বে একই গ্রামের প্রতিবন্ধী শেখ মতলেব আলীর কন্যা প্রতিবন্ধী মোছাঃ রাফিজা খাতুন এর ভাড়াশিমলা মৌজার জেএল নং ২৮, খতিয়ান নং ১৪৩/১. এসএ দাগ ১৫৭, হালদাগ ৪২৩, ৮ শতক জমি ভূমিদস্যু গত ৩ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে শাহিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে দলবদ্ধ হয়ে তফশীল জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে পাঁকা প্রচীর নির্মানের উদ্দেশ্যে মাটি খনন করতে থাকে।

এসময় প্রতিবন্ধী রাফিজা খাতুন ও তার ভাই শেখ রমজান আলী বাঁধা দিলে তাদের কে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বরের দিয়ে কাজ বন্ধ করার কথা বললেও তারা গুরুত্ব দেয়নি। বিশয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের ক্ষতির সম্ভানার আসংখ্যায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা থানা পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক