কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল্লাহ (৩৪)। সে উপজেলার হিজলদি গ্রামের আবু তালেব গাজীর ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব জানান, রবিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্তে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ১৩২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও নগদ ১২০ টাকাসহ মাদকব্যবসায়ী আব্দুল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক