কালিগঞ্জের খারহাটে বেঁড়িবাধ মেরামত যুবলীগের উদ্যেগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুরু

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ | আপডেট: ১১:৩১:অপরাহ্ণ, মে ২৭, ২০২০

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কপোতাক্ষ নদীর বেঁড়িবাধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বুধবার ভোর পাঁচটা থেকে বেলা ১২টা পর্যন্ত বেড়ি বাঁধ ২ হাজার জনগনকে সাথে নিয়ে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির নির্দেশে কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মাটি, বাঁশ এবং বালির বস্তা ফেলে কাজ করেন এলাকাবাসী। বাঁধটি রক্ষা করা না গেলে ভাড়াশিমলা এবং নলতা ইউনিয়নে নদীর আশেপাশের ১০/১২ টি গ্রাম প্লাবিত হবে। আর গ্রামগুলোতে একবার পানি ঢোকা শুরু হলে করোনা দুর্যোগে মানুষের বিপদের সীমা থাকবে না। নিজেদের পরিবার, ঘর-বাড়ি রক্ষায় তাই সকলে নিজেরাই কাজ শুরু করেছে।

এসময় উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল খালেক, সামসুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সহ দলীয় শত শত নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।