কলারোয়ায় ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ৭:৩১:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে ২১দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পাশপাশি দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ২৩জানুয়ারী বৃহস্পতিবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবালিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। এসময় থানার এসআই রইছ উদ্দীন, এসআই ইসরাফিল হোসেন, ক্রীড়া সংগঠক রমজান আহম্মেদ, প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, সাংবাদিক আসাদুজ্জামান, মো.সালাউদ্দীন, মঞ্জুরুল করিম, ফুটবল প্রশিক্ষক সুভাষ ও আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দাবা প্রতিযোগিতায় জার্জের দায়িত্ব পালন করেন ফারুক হোসেন স্বপন, রেজাউল করিম লাভলু, নাজমুল হাসনাইন মিলন ও মিজানুর রহমান। দাবা প্রতিযোগিতায় বালক (ছোট) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থী নাফিউজ্জামান নিশান। রানার্সআপ হন জাহিদুর রহমান। বালক (বড়) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন ইব্রাহিম হোসাইন। রানার্সআপ হন শাহীন গাজী। বালিকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থী এফরা তাসনিম দিবা। রানার্সআপ হন ‍স্নিগ্ধা ভদ্র লিটা। ফুটবল প্রশিক্ষণে ৫১জন ছাত্র বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক