কলারোয়ায় পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ | আপডেট: ৪:৫৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১ শিক্ষককে বহিষ্কার এবং সহায়তার অভিযোগে সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্র সচিব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং রুমের পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষকে বহিস্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসএসসি পরীক্ষার্থী তিথি ঘোষ সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষের আপন ভাগ্নি। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষ তার ভাগ্নিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ওই শিক্ষকদের কেন্দ্র থেকে বহিষ্কারের আদেশ দেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক