কোন নিরীহ মানুষকে হয়রানি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে: ডিআইজি মহিদ উদ্দিন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ | আপডেট: ৪:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম(বার) বলেছেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সকলকে আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানা হবে সেবা কেন্দ্র। থানায় গেলে মানুষকে কাক্ষিত সেবা প্রদান করতে হবে। কোন নিরীহ মানুষকে হয়রানি করা যাবেনা। হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার জেলা পুলিশের রিজার্ভ অফিস, হিসাব শাখা ও সাতক্ষীরা থানার দ্বি-বার্ষিক পরিদর্শনকালে জেলা পুলিশের কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে পৌছালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করেন রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।
এসময় প্যারেড গ্রাউন্ডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন হেড কোয়ার্টার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.জিয়াউর রহমান। প্যারেড গ্রাউন্ড ঘুরে ঘুরে রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের ইউনিফর্ম, গেটআপ ও প্যারেডের মান পর্যবেক্ষণ করেন। পরে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোরসহ জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। প্যারেড শেষে পুলিশ লাইন্সের ড্রিল সেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল মো. ইয়াছীন আলী, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম, আরও ওয়ান আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর হারুনর রশীদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল ইউনিটের প্রধানগণ উক্ত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন। বিশেষ কল্যাণ সভা শেষে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার দ্বিবার্ষিক পরিদর্শন করেন।

সাতক্ষীরা থানায় পৌছালে সাতক্ষীরা থানা পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানা পুলিশ রেঞ্জ ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করেন।
পরে রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানা কম্পাউন্ডে পড়ে থানা মামলাধীন পুরাতন যানবহন পরিদর্শন করেন সাথে সাথে সাতক্ষীরা থানার অস্ত্রাগার, মালখানাসহ সকল সরকারি কার্যক্রম পরিদর্শন করেন।
পরে সাতক্ষীরা থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিন বিপিএম (বার)। এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল জিয়াউর রহমান, সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, সদর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ, পরিদর্শক অপারেশন বিপ্লব কুমার কান্তি, সেকেন্ড অফিসার প্রদীপ কুমার সানাসহ থানার সকল এসআই, এএসআইসহ সকল কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক